রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

শেখ মুজিব পরিবারের ৩১টি ব্যাংক একাউন্টে ৩৯৪ কোটি টাকা জব্দ

by ঢাকাবার্তা
শেখ মুজিবুর রহমান। লন্ডনে তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।।

ছাত্র-জনতার গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ শেখ মুজিবুর রহমানের পরিবারের স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এই হিসাবগুলোতে জমা থাকা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলাম এই আবেদন করেন।

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল।

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল।

দুদকের আবেদনে বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করা হচ্ছিল। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ আদালত শেখ মুজিবের পরিবারের সাথে সম্পৃক্ত আরও ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিল। আজ সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net