সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ৩৭.২ ওভারে ১৫৬/১০ (ফজল হক ফারুকী ০*, *; ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহীদী ১৮, রহমানউল্লাহ গুরবাজ ৪৭, নাজিবউল্লাহ জাদরান ৫, মোহাম্মদ নবী ৬, রশিদ খান ৯, আজমতউল্লাহ ওমরজাই ২২, মুজিব উর রহমান ১, নাভিন ০)
নবীর আউটের পর পুরো নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতের মুঠোয়। তার পর দেখার অপেক্ষা ছিল লেজের দিকের ব্যাটাররা কতটা প্রতিরোধ গড়তে পারে। কিন্তু সেখানেও অপ্রতিরোধ্য বাংলাদেশ। কয়েকটি বাউন্ডারি মেরে রশিদ খান স্কোর দেড়শ ছাড়াতে ভূমিকা রাখলেও তাকে বোল্ড করেছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি বল ইনসাইড এজ হয়ে আঘাত করে স্টাম্পে। রশিদ ফেরার আগে করতে পেরেছেন ৯ রান।
শেষ উইকেট নিতে বাংলাদেশ অপেক্ষা করল না বেশিক্ষণ। শরীফুল ইসলামের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়েছেন নভিন-উল-হক। ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। আফগানিস্তানের ৫ জন ব্যাটসম্যান বোল্ড হলেন। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এমন ঘটল প্রথমবার। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুজনেই নিয়েছেন ৩ উইকেট করে।
আরও পড়ুনঃ ৯ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান, মিরাজের শিকার ৩