সোমবার, আগস্ট ৪, ২০২৫

ডেঙ্গুতে সাত দিনে ৯০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
ডেঙ্গুতে সাত দিনে ৯০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে এক হাজার ৭৯ জন মারা গেলেন। আর গত সাত দিনে মারা গেছেন ৯০ জন।

শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ১৫৮ জন। আক্রান্তদের মধ্যে ৫৮৫ জন ঢাকার। এক হাজার ৫৭৩ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ১৭১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই দুই হাজার ৯১২ জন। বাকি ছয় হাজার ২৫৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই লাখ ২০ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে দুই লাখ ১০ হাজার ৫৭২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনঃ আমি বলছি, রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net