সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কোহলিকে আমি জীবনের চাইতেও বেশি ভালবাসি: আনুশকা

ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলির ৩৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে একটি আবেগঘন পোস্ট লিখেছেন তার স্ত্রী আনুশকা শর্মা

by ঢাকাবার্তা ডেস্ক
কোহলিকে আমি জীবনের চাইতেও বেশি ভালবাসি: আনুশকা

বিনোদন ডেস্ক।।

ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলির ৩৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে একটি আবেগঘন পোস্ট লিখেছেন তার স্ত্রী আনুশকা শর্মা। জন্মদিনে ভিরাটের সাথে একটি সেলফিও শেয়ার করেছেন আনুশকা। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সেলফি শেয়ারের সাথে একটি মজার নোটও লিখেছেন আনুশকা। নোটে লিখা, ভিরাট একমাত্র ক্রিকেটার যিনি ‘শূন্যতম বল’এ উইকেট নিয়েছেন। নোটের সাথে একটি সংবাদও শেয়ার করেন তিনি।

ছবি এবং স্ক্রিনশট শেয়ার করে আনুশকা লিখেছেন, ভিরাট তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যিকার অর্থেই ব্যতিক্রমী! ভিরাট! আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয়!

 

আরও পড়ুন: বক্স অফিসে ফের ব্যর্থ কঙ্গনা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net