শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি

by ঢাকাবার্তা
গোবিন্দ ও সুনীতা। ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট ।।

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল যে বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন ঠিক নেই। সম্প্রতি খবর ছড়িয়েছে যে, তারা ৩৭ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, এই বিচ্ছেদের পেছনে রয়েছে গোবিন্দর বিবাহ-বহির্ভূত সম্পর্ক।

বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, গোবিন্দ ও সুনীতার সম্পর্কে ফাটল ধরানোর কারণ নাকি এক ৩০ বছর বয়সী মারাঠি অভিনেত্রী। তবে এখন পর্যন্ত এই বিষয়ে গোবিন্দ বা সুনীতা কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

এই গুঞ্জনের মাঝেই সংবাদমাধ্যমকে গোবিন্দ জানিয়েছেন, আপাতত তিনি শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত। নতুন সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, পরিবারের কয়েকজন সদস্যের বক্তব্যের কারণে দম্পতির মধ্যে কিছু জটিলতা দেখা দিয়েছে। তবে এটি কোনো বড় বিষয় নয়। গোবিন্দ বর্তমানে তার নতুন সিনেমার কাজে মনোযোগী।

এ বিষয়ে এখনও মুখ খোলেননি সুনীতা আহুজা। এমনকি তাদের মেয়ে টিনাও সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি।

সুনীতা আহুজার সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। তিনি জানিয়েছিলেন, দীর্ঘ দাম্পত্য জীবনের পরও তারা একসঙ্গে থাকেন না। দুই সন্তানকে নিয়ে সুনীতা একটি ফ্ল্যাটে থাকেন, আর গোবিন্দা থাকেন উল্টো দিকের বাংলোতে একা।

মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়েছিল। ১৯৮৭ সালের ১১ মার্চ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net