রবিবার, মার্চ ১৬, ২০২৫

বান্দ্রার বাড়িতে সাইফকে ছুরিকাঘাত, ডাকাতির চেষ্টা না অন্যকিছু?

সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি নিরাপদ রয়েছেন।

by ঢাকাবার্তা
সাইফ আলী খান

ডেস্ক রিপোর্ট ।। 

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গভীর রাতে তাঁর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটিআইয়ের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

সাইফ আলী খান

সাইফ আলী খান

লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাইফকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অবেদনবিদ নিশা গান্ধী তাঁর অস্ত্রোপচার করছেন। অস্ত্রোপচারের পরই বিস্তারিত জানা যাবে।’

প্রাথমিকভাবে জানা গেছে, সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি নিরাপদ রয়েছেন। হামলাটি নিছক চুরির জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সাইফ আলী খানের পরিবার আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net