শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

ভারতকে স্টার্কের হুঁশিয়ারি

ফাইনালের আগে ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে কথার লড়াইয়ে মেতে উঠলেন স্টার্ক। তিনি মনে করিয়ে দিলেন সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারানোর স্মৃতি

by ঢাকাবার্তা ডেস্ক
ভারতকে স্টার্কের হুঁশিয়ারি

খেলা ডেস্ক।।

দুই দশক পর অস্ট্রেলিয়া ও ভারত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি। ২০০৩ সালে শিরোপার লড়াইয়ের ম্যাচে সৌরভ গাঙ্গুলির দলকে দাঁড়াতেই দেয়নি রিকি পন্টিংয়ের দল। ওইবার দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তবে এবার ভারতের মাটিতে খেলবে অজিরা, যেখানে স্বাগতিকদের কাছে জয় যেন খুবই সহজ কিছু হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে ফেভারিট রোহিত শর্মারা, কিন্তু অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মনে আত্মবিশ্বাসের কমতি নেই। দলের তারকা পেসার মিচেল স্টার্ক হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতকে।

ফাইনালের আগে ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে কথার লড়াইয়ে মেতে উঠলেন স্টার্ক। তিনি মনে করিয়ে দিলেন সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারানোর স্মৃতি। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বললেন, ‘আমরা ভারতের বিপক্ষে তো প্রথম ফাইনাল খেলছি না, আগেও খেলেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভুলে গেলে চলবে কীভাবে? ড্রেসিংরুমের সকলে এই ধরনের পরিস্থিতি আগে সামলেছে। ফাইনাল খেলা আমাদের কাছে নতুন কিছু নয়। ভালো একটা ম্যাচের অপেক্ষা করছি।’

 

২০০৩ সালে স্টার্কের বয়স ছিল ১৩। তাই ওই রাতের স্মৃতি তেমন মনেই নেই, ‘২০০৩ বিশ্বকাপ নিয়ে কোনও স্মৃতি নেই। শুধু জানতাম ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই খবর শুনে আমি ঘুমিয়ে পড়েছিলাম।’ ভারতীয় ওপেনারদের মারকুটে মানসিকতা নিয়েও ভাবনার মধ্যে নেই স্টার্ক। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আত্মবিশ্বাসী তার দল। তিনি বললেন, ‘বিশ্বকাপ জিততে গেলে সেরাদের বিপক্ষে ভালো খেলতেই হবে। রোহিত ও শুবমান চলতি বিশ্বকাপে সেরা ছন্দে রয়েছে। প্রথম ম্যাচেও ওদের সামলেছি। আশা করি, এই ম্যাচেও আমরা ভালো খেলবো। সবচেয়ে ভালো বিষয়, প্রথম ম্যাচে আমাদের দেখা হয়েছিল। এবার শেষ ম্যাচেও দেখা হতে চলেছে। ফাইনাল উপভোগ করবো।’

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার আরো একবার স্বপ্নভঙ্গ, লড়াই করে ফাইনালে অস্ট্রেলিয়া

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net