শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

গণভবনের আশপাশে মোবাইল হারিয়েছেন সাকিব, থানায় জিডি

বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া

by ঢাকাবার্তা ডেস্ক
গণভবনের আশপাশে মোবাইল হারিয়েছেন সাকিব, থানায় জিডি

খেলা ডেস্ক।।

গণভবনে যাওয়া বা আসার পথে কোনো এক সময় নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এই ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। রোববার সন্ধ্যায় তিনি এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

উৎপল বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তাঁর মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তবে মোবাইলটি কোথায় হারিয়েছেন তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। তার ধারণা, শেরে বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আল হাসান মাগুরা-১ থেকে আওয়ামী লীগের  মনোনয়ন পেয়েছেন।

 

আরও পড়ুন: পিএসএলের ড্রাফটে সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে সাকিব

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net