শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যাচ্ছে!

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আরও প্রায় দুই বছর বাকি। আগের অভিজ্ঞতা থেকে তাই এখনই এনিয়ে তৎপরতা শুরু করেছে পাকিস্তান।

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যাচ্ছে!

খেলা ডেস্ক।।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল খেলবে, তা নির্ধারণ হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপে। আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে অংশ নিচ্ছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সেরা আটে থাকা বাকি সাত দল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এই বছরের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হতে পারে টুর্নামেন্ট।

সবশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সরকার তাদের টিম পাকিস্তানে পাঠাতে আপত্তি জানায়। প্রায় শেষ মুহূর্তে তাদের এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় পিসিবি। তারপরই শ্রীলঙ্কাকে নিয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বেশিরভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আরও প্রায় দুই বছর বাকি। আগের অভিজ্ঞতা থেকে তাই এখনই এনিয়ে তৎপরতা শুরু করেছে পাকিস্তান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি আইসিসি নির্বাহী বোর্ডের সঙ্গে আলাপ করেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ ও সিওও সালমান নাসির।

সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই লিখেছে, ‘আবারও ভারতীয় বোর্ড তাদের দলকে পাকিস্তানে পাঠাতে আপত্তি জানাতে পারে, এই শঙ্কার ব্যাপারে পাকিস্তানি কর্মকর্তারা আলোচনা করেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে কোনও পরিস্থিতিতে আইসিসি যেন এই টুর্নামেন্ট নিয়ে একতরফা কোনও সিদ্ধান্ত না নেয়।’

আরও যোগ করা হয়েছে, ‘তারা আরও পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি ভারত তাদের দল না পাঠায় এবং ম্যাচ অন্য দেশে সরে যায়, তাহলে যেন এজন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দেয় আইসিসি।’ রিপোর্ট অনুযায়ী, টু্নামেন্ট সরে গেলে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য আয়োজক ধরা হচ্ছে।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কার স্থগিতাদেশ তুলে নিচ্ছে আইসিসি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net