ডেস্ক রিপোর্ট ।।
দীর্ঘদিন ধরে বচ্চন পরিবারের অন্দরে অশান্তির গুঞ্জন শোনা যাচ্ছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন বিচ্ছেদের পথে হাঁটছেন। সম্প্রতি, অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে এই গুঞ্জন আরও তীব্র হয়েছে। বিয়েবাড়িতে বচ্চন পরিবারের দুই ভাগে উপস্থিতি নজর কেড়েছে— ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, অথচ অভিষেকের সঙ্গে পাশাপাশিই ছিলেন তারা।
তবে, অভিষেকের একটি সামাজিক মিডিয়া পোস্ট বিচ্ছেদের সন্দেহকে আরও ঘনীভূত করেছে। হিনা খন্ডেলওয়াল নামের এক নারী সম্প্রতি একটি পোস্টে ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা নিয়ে আলোচনা করেছেন। পোস্টে বলা হয়েছে, “ভালোবাসা কঠিন হয়ে ওঠার পর দীর্ঘকাল বিবাহিত দম্পতিরাও বিচ্ছেদের পথে হাঁটেন।”
অভিষেক বচ্চন এই পোস্টে লাইক দিয়েছেন, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি সত্যিই অভিষেক ও ঐশ্বরিয়া বিচ্ছেদের পথে যাচ্ছেন? এই লাইক নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারা।
অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ কি দাঁড়াবে, তা নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে। সময়ই বলে দেবে এই সম্পর্কের পরবর্তী অধ্যায় কেমন হবে।