রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

জুলাই অভ্যুত্থানের ফটো/ভিডিও সংগ্রহে পুলিশের আহ্বান

by ঢাকাবার্তা
কোটাবিরোধী আন্দোলনকারীদের দিকে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। ১৮ জুলাই ২০২৪, ধানমন্ডি ২৭ থেকে তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ পুলিশ জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার ফটো ও ভিডিও সংগ্রহের উদ্যোগ নিয়েছে। পুলিশের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে, যেন তারা ব্যক্তিগত মোবাইল বা ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিও ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করেন।

এই উদ্যোগের আওতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত উক্ত ওয়েবসাইটে ফটো ও ভিডিও আপলোড করা যাবে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে ফটো ও ভিডিও আপলোড করার সুযোগ থাকবে। আপলোডের আগে ব্যবহারকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে, যা নিশ্চিত করার পরেই ফাইল আপলোড করা যাবে।

উল্লেখ্য, আপলোডকারীরা তাদের মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে নিজেদের আপলোডকৃত ফাইলগুলো দেখতে পারবেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনের সময় হামলা, হত্যা ও গুলিবর্ষণের ডিজিটাল প্রমাণ সংগ্রহের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net