শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজন করাই পিসিবিকে আইসিসির ধন্যবাদ

by ঢাকাবার্তা
আইসিসি ও পিসিবি

ডেস্ক রিপোর্ট ।।

পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সফলভাবে আয়োজনের জন্য অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

৮ বছর পর ফিরেছে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর এটিই ছিল পাকিস্তানের মাটিতে প্রথম আইসিসি ইভেন্ট।

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে চ্যাম্পিয়ন ভারত সব ম্যাচ খেলেছে দুবাইতে, যা নিয়ে বিতর্ক হয়েছে।

আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস পিসিবিকে ধন্যবাদ জানান এবং স্টেডিয়াম সংস্কার ও প্রতিযোগিতামূলক উইকেট প্রস্তুতির প্রশংসা করেন।

তিনি বলেন, “আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সফলভাবে আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। এটি দেশটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।”

এছাড়া, দুবাইতে পাঁচটি ম্যাচ আয়োজন করায় আমিরাত ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানান অ্যালারডাইস।

অন্যদিকে, আইসিসি চেয়ারম্যান জয় শাহও খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্টদের প্রশংসা করেন। তবে তিনি পাকিস্তানের নাম না নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net