ডেস্ক রিপোর্ট ।।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান যদি চুক্তিতে না পৌঁছায়, তবে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করে, তবে এমন বোমাবর্ষণ হবে যা আগে কখনো দেখা যায়নি। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞার হুমকি দেন।
এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ওপর চার বছর আগের মতো নিষেধাজ্ঞা আরোপেরও পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে, তবে বিস্তারিত কিছু বলেননি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনীর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যাবে না, তবে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ট্রাম্পের চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। ইরান জানায়, যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক টুইটে বলেন, একজন রাষ্ট্রপ্রধানের প্রকাশ্যে বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার অবমাননা। তিনি আরও বলেন, সহিংসতা সহিংসতা ডেকে আনে, শান্তি শান্তি বয়ে আনে।
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে, যেখানে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।