শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বিদেশেও কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার : আসিফ নজরুল

by ঢাকাবার্তা
আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার ।।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি জানান, বাংলাদেশি কর্মীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে জাপানসহ উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

ড. আসিফ নজরুল বলেন, এই প্রশিক্ষণ ও সনদায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) পক্ষ থেকে জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের কর্মীদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

এই সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা বিভিন্ন ট্রেডে যেমন কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং, অটোমোবাইল ম্যাকানিকসহ আরও অনেক দক্ষতায় প্রশিক্ষিত হতে পারবেন। এসব প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশিরা তাদের দক্ষতা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রমাণ করতে পারবেন।

ড. আসিফ নজরুল উল্লেখ করেন, জাপান বাংলাদেশের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় কর্মসংস্থান গন্তব্য। ইতিমধ্যে, কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইনটার্ন জাপান গিয়েছেন এবং ভবিষ্যতে আরও অনেক কর্মী জাপানে কর্মসংস্থান লাভ করবেন। তিনি আশা করেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আরও বেশি সংখ্যক কর্মী জাপানে পাঠানো সম্ভব হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, উন্নত দেশগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, সরকারের এই উদ্যোগ শুধু এক-time নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার মাধ্যমে প্রবাসী কর্মীদের জন্য ভবিষ্যতে আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net