সোমবার, আগস্ট ৪, ২০২৫

মার্কিন সার্জন জেনারেল হিসেবে ট্রাম্পের পছন্দ কেইসি মিনস

by ঢাকাবার্তা
কেইসি মিনস

ডেস্ক রিপোর্ট ।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সার্জন জেনারেল হিসেবে ডা. কেইসি মিনসকে মনোনীত করেছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই সার্জন বর্তমানে একজন স্বাস্থ্যবিষয়ক ইনফ্লুয়েন্সার ও ‘লেভেলস’ নামের হেলথটেক স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা।

তিনি সাবেক ফক্স নিউজ বিশ্লেষক ডা. জানেট নেসেহোয়াতের স্থলাভিষিক্ত হবেন, যাঁর মনোনয়ন শুনানির আগেই হঠাৎ বাতিল করা হয়।

ট্রাম্প প্রশাসনের ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন (MAHA)’ কর্মসূচির প্রচারে নেতৃত্ব দেবেন কেইসি মিনস। এ উদ্যোগ পরিচালনা করছেন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, যাঁর সঙ্গে মিনসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ট্রাম্প তাঁকে “MAHA-র মান অনুযায়ী অসাধারণ একজন নেতা” হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, “তাঁর সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সফল সার্জন জেনারেল হওয়ার।”

৩৮ বছর বয়সী মিনসের পূর্বে সরকারি অভিজ্ঞতা নেই। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় হতাশ হয়ে তিনি তাঁর সার্জিক্যাল প্রশিক্ষণ ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকে তিনি স্বাস্থ্যব্যবস্থার কঠোর সমালোচক হয়ে ওঠেন এবং খাদ্যাভ্যাস ও পরিবেশগত বিষক্রিয়া নিয়ে সচেতনতা তৈরি করেন।

কেইসি মিনস

কেইসি মিনস

তাঁর ভাই ক্যালি মিনস, যিনি বর্তমানে হোয়াইট হাউসের উপদেষ্টা, তাঁদের সঙ্গে খাদ্যনীতি, ওষুধ নিয়ন্ত্রণ এবং পুষ্টিশিক্ষায় পরিবর্তন আনার দাবিতে কাজ করছেন। তাঁদের এই কাজ ২০২৪ সালে কেনেডির ট্রাম্প সমর্থন আদায়ে ভূমিকা রাখে।

তবে কেইসি মিনস ভ্যাকসিনবিরোধী বিতর্কে সরাসরি যুক্ত নন। তবে তিনি ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে আরও গবেষণা এবং ওষুধ কোম্পানির বিরুদ্ধে মামলার আইনি সুযোগ সহজ করার পক্ষে মত দিয়েছেন।

এর আগে মনোনীত জানেট নেসেহোয়াতের মেডিকেল ডিগ্রি নিয়ে বিতর্ক তৈরি হলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করা হয়।

সিনেট অনুমোদন পেলে কেইসি মিনস যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিস কমিশনড কোর পরিচালনা করবেন এবং পুষ্টি, দীর্ঘমেয়াদি রোগ ও স্বাস্থ্যসমতার মতো বিষয়গুলোতে জাতীয় কণ্ঠস্বর হবেন।

বিশ্লেষকদের মতে, কেইসি মিনসকে মনোনয়ন দিয়ে ট্রাম্প তাঁর স্বাস্থ্যনীতি আরও বেশি ‘ওয়েলনেস’ ও ‘পপুলিস্ট’ ধারায় নিয়ে যাচ্ছেন, যা প্রচলিত জনস্বাস্থ্য নেতৃত্বের প্রতি এক ধরনের চ্যালেঞ্জও বটে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net