শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

বিএনপির মামলায় একে একে আটক হচ্ছেন সাবেক নির্বাচন কমিশনাররা

by ঢাকাবার্তা
কাজী হাবিবুল আউয়াল

স্টাফ রিপোর্টার ।।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, গত রোববার আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে একদল লোক হেনস্তা করে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির করা এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনপির পক্ষে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন তিন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে প্রহসনের নির্বাচন আয়োজন করা হয়।

মামলায় নির্বাচন কমিশনের সাবেক কমিশনার, সচিব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিআইজি, আইজিপিসহ তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নামও রয়েছে। এমনকি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও আসামি করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এসব নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ওপর হামলা চালায় এবং নির্বাচন কমিশন তখনকার সময়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ জন্য সাবেক কমিশনারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চেয়ে মামলার আবেদন করা হয়।

ঘটনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়, বিশেষ করে নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেলিন বলেন, অপরাধ প্রমাণ হলে বিচার হওয়া উচিত, তবে ‘মব জাস্টিস’ কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের কর্মকাণ্ডেরও বিচার দাবি করেন।

বর্তমানে হাবিবুল আউয়াল ডিবির হেফাজতে আছেন। মামলার তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রয়োজন হলে মামলার অন্য আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net