নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনটি একসময় ছিল বিএনপির শক্ত ঘাঁটি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসনে একাধিকবার জয়ী হন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। ২০০১ সালে বিএনপি থেকেই জয়ী হন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম।
আগামী জাতীয় নির্বাচন ঘিরে এ আসনে আবারো মনোনয়নপ্রত্যাশী বরকত উল্লাহ বুলু। এলাকাজুড়ে নিয়মিত গণসংযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে তিনি ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।
বিএনপি থেকে বুলুর প্রতিদ্বন্দ্বী আরেক মনোনয়নপ্রত্যাশী হচ্ছেন মরহুম এম এ হাসেমের ছেলে, আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনিও মাঠে সক্রিয়। সভা-সেমিনার, মতবিনিময় এবং সোশ্যাল মিডিয়া—সবখানেই প্রচারণায় মনোযোগী তিনি ও তার সমর্থকেরা।
এদিকে জামায়াতে ইসলামি এ আসনে জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে। মনোনয়ন পাওয়ার পর থেকে মাঠে সক্রিয় হয়েছেন তিনি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি রোধ এবং বাণিজ্যিক নগরী চৌমুহনীকে যানজটমুক্ত ও খাল দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এছাড়া খেলাফত মজলিস থেকে জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম এবং ইসলামী আন্দোলন থেকে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য মাওলানা নূর উদ্দিনকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সব মিলিয়ে নোয়াখালী-৩ আসনে এবার জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। বিএনপির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ইসলামী দলগুলোর সক্রিয় অংশগ্রহণে নির্বাচনি উত্তাপ বাড়ছে এলাকাজুড়ে।