ডেস্ক রিপোর্ট ।।
অস্ট্রেলিয়ায় অর্থ লেনদেন ঘিরে নবপ্রজন্মের আলোচিত এক নেতার ভাইয়ের ব্যাংক একাউন্ট জব্দ ও তদন্তের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বনি আমিন। তার বিশ্লেষণধর্মী ফেসবুক পোস্টে উঠে এসেছে হাতিয়ার আলোচিত সমন্বয়ক হান্নান মাসউদের কথাও। সেখানেই আঙুল তোলা হয়েছে হান্নানের দ্বিতীয় স্ত্রীর পরিবারের দিকেও। পুরো সিস্টেমের আর্থিক কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান জানান বনি, এমনকি শ্বশুরবাড়িকেও রাষ্ট্রীয় পর্যবেক্ষণের আওতায় আনার দাবি তোলেন তিনি।
এই পোস্টের প্রতিক্রিয়ায় হান্নান মাসউদও ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি ব্যঙ্গাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্য করেন। তিনি লেখেন, “বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম দুই-দুইটা বিয়ে করে ফেলেছি আমি! উনি যদি বউ আর শ্বশুরবাড়ির ঠিকানাসহ দিতেন, তাহলে বন্ধুদের নিয়ে বেড়াতে যেতাম শ্বশুরবাড়িতে।”
তার এই পোস্টে রসিকতার ছলে যুক্ত হয় আরও কিছু মন্তব্য—“এমনিতেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বহু শখ বিয়ের দাওয়াত খাবে। প্লিজ Boni Amin ভাই, ওদের শখ পূরণে অন্তত সহযোগিতা করুন।”
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেতনাবাজদের হাত থেকে বাঁচার উপায় নিয়েও প্রশ্ন তোলেন হান্নান। লেখেন—“সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত এসব ফেতনাবাজদের থেকে বাঁচার উপায় কি!!! আর কত্ত!!”
এই পাল্টাপাল্টি পোস্টে স্পষ্ট হয়ে উঠছে, সামাজিক মাধ্যমে সদ্য আলোচনায় আসা আর্থিক জটিলতাগুলো নিয়ে পক্ষ-বিপক্ষের অবস্থানও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। রাজনৈতিক মাঠের বাইরেও এসব পোস্ট এখন জনমনে নানা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে—শুধু অর্থ নয়, আস্থার সঙ্কটও কি ক্রমেই ঘনীভূত হচ্ছে?