ডেস্ক রিপোর্ট ।।
সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দেশটির সরকারি স্কুলে পড়া ৬০ লাখের বেশি শিক্ষার্থী পাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন পাঠ্যক্রম। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ দেশটির সাধারণ শিক্ষায় প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী পাঠ্যসূচি চালুর দিকেই ইঙ্গিত করছে।
এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নে একযোগে কাজ করছে ন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম, শিক্ষা মন্ত্রণালয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, এবং সৌদি ডেটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (SDAIA)। লক্ষ্য একটাই—আগামী প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনের নেতৃত্বে প্রস্তুত করা।
নতুন পাঠ্যসূচি শিক্ষার্থীদের শেখাবে কীভাবে এআই ব্যবহার করে আধুনিক সমস্যার সমাধান করা যায়। এতে থাকবে সৃজনশীলতা, উদ্ভাবন, এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার। ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এই উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ, যেখানে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নির্ধারিত হয়েছে। SDAIA ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে একটি নির্দেশিকা প্রকাশ করেছে, যাতে শিক্ষকদের ভূমিকা বজায় রেখে শিক্ষার মান উন্নয়ন করা যায়।

সৌদি আরবের কোনো এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ফাইল ফটো
এআই শিক্ষায় মান বজায় রাখতে SDAIA ও Education and Training Evaluation Commission চালু করেছে Saudi Academic Framework for AI Qualifications। এতে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী পাঠ্যক্রম সাজানো হচ্ছে, যাতে নিয়োগদাতাদের আস্থা অর্জন করা যায়।
এছাড়া সামাই নামের একটি উদ্যোগে ১০ লাখ সৌদি নাগরিককে এআই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৫ লাখের বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন।
AI Scholarship Program-এর মাধ্যমে সৌদি শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা সায়েন্সে উচ্চশিক্ষা নিতে পারবে। পাশাপাশি প্রযুক্তি জগতের অন্যতম বড় প্রতিষ্ঠান NVIDIA-র সহযোগিতায় SDAIA চালু করেছে Generative AI Academy, যার লক্ষ্য ভবিষ্যতের সৌদি পেশাজীবীদের বৈশ্বিক প্রতিযোগিতায় প্রস্তুত করা।