স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ এশিয়া কাপে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে টিকে রইল সুপার ফোরের দৌড়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাওয়া এই জয় যদিও দলকে সরাসরি সুপার ফোরে তুলতে পারেনি, তবে অন্তত নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছে তারা। এখন চোখ শ্রীলঙ্কার দিকে—লঙ্কানরা যদি আফগানিস্তানকে হারায়, তবে আর কোনো হিসাব কষতে হবে না। তবে আফগানিস্তান জিতলে, সেটি যেন হয় বড় ব্যবধানে—এটাই বাংলাদেশের প্রার্থনা।
আজ ম্যাচে দারুণ বোলিং করে ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেওয়ার পর তাঁর পুরো ওভারটাই ছিল মেডেন, যা চাপ বাড়ায় আফগানিস্তানের ওপর। শেষ পর্যন্ত ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাঁকে যোগ্য সহায়তা দিয়েছেন মোস্তাফিজুর রহমান (৩ উইকেট) ও তাসকিন আহমেদ (২ উইকেট)। যদিও রিশাদ হোসেন একটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন, পরে তিনিই ফিরিয়ে দেন গুরবাজকে (৩১ বলে ৩৫)। আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ রান করে কিছুটা ভয় ধরালেও শেষ পর্যন্ত জয়ের পথে বাঁধা হতে পারেননি।
বাংলাদেশের ব্যাটিংয়ের ভিত গড়ে দেন ওপেনার তানজিদ হাসান। ৩১ বলে ৫২ রানের ইনিংসে তিনি করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি। তাঁর সঙ্গে সাইফ হাসানের ৩০ রানের ইনিংসে গড়ে ওঠে ৬৩ রানের উদ্বোধনী জুটি। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় শেষদিকে রান তোলা কঠিন হয়ে যায়। তবু ২০ ওভারে ১৫৪ রানের সংগ্রহটাই যথেষ্ট প্রমাণিত হয়।
শেষদিকে রশিদ খানের ১১ বলে ২০ রান আফগানিস্তানের হার কিছুটা কমালেও ম্যাচ জেতার জন্য যথেষ্ট হয়নি। দর্শকেরা সন্তুষ্টির হাসি নিয়ে মাঠ ছাড়েন, যদিও সুপার ফোরে ওঠার অঙ্ক এখনো ঝুলে আছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৫৪/৫ (তানজিদ ৫২, সাইফ ৩০; নুর ২/২৩, রশিদ ২/২৬)
আফগানিস্তান: ১৪৬ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০; মোস্তাফিজ ৩/২৮, নাসুম ২/১১, তাসকিন ২/৩৪)
ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী
ম্যাচসেরা: নাসুম আহমেদ