শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

হেলিকপ্টারে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি, বিশ্রাম নিবেন সার্কিট হাউসে

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলা প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়েছে।

by ঢাকাবার্তা
সাহাবুদ্দিন চুপ্পু

স্টাফ রিপোর্টার ।। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি তার প্রথম, রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবারের জন্য তার নিজ জেলা সফর।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলা প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, তিনি শনিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং পরে পাবনা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। দুপুরে পাবনার কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্থান মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন। সার্কিট হাউসে ফিরে বিশ্রামের পর সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক (সাবেক জুবিলী ট্যাঙ্ক) সংলগ্ন নিজ বাড়িতে যাবেন।

সার্কিট হাউসে বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাত করবেন রাষ্ট্রপতি। পরদিন রবিবার তিনি ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।

পাবনার সন্তান মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা এই জেলায়। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছেন। পাবনায় রাজনীতির পাশাপাশি তিনি রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেই সময়ে তিনি সাংবাদিকতাতেও নিযুক্ত ছিলেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net