চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আজ শনিবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া এই উত্তেজনায় বাংলাদেশ ও ভারতীয় নাগরিকরা একে অপরের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া করতে থাকেন। এতে তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় গম কাটতে যান কয়েকজন বাংলাদেশি। কিন্তু তাদের জমিতে ভারতীয় নাগরিকরা বাধা দেন এবং কিছু আমগাছ কেটে ফেলেন। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করে। পরে বাংলাদেশি নাগরিকদের ওপর ভারতীয় নাগরিকরা হামলা চালালে তিনজন বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে একজন হলেন মেসবাহুল হক, যিনি ভারতীয়দের হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন। অন্য দুজন হলেন মো. রনি, যিনি পাথরের আঘাতে এবং মো. ফারুক, যিনি হাঁসুয়ার আঘাতে আহত হন।
এ ঘটনাটি চৌকা সীমান্তে কিছুদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের পরবর্তী উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগে বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছিল, যেখানে দুদেশের সীমান্তে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা হয়েছিল।
এদিকে, বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ঘটনার পরপরই বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “বিএসএফের পক্ষ থেকে গাছ কাটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।” তবে, বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের বিষয়টি উত্থাপিত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে বলে বিজিবি অভিযোগ করেছে।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং শূন্যরেখা অতিক্রম করার কোনো সুযোগ দেওয়া হবে না।