শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

নকীব পদক পেলেন নকীব সম্পাদক জিয়াউল আশরাফ

নকীব গত কয়েক বছর ধরে এ সাহিত্য পদক ধারাবাহিকভাবে দিয়ে আসছে।

by ঢাকাবার্তা
নকীব পদক গ্রহণ করছেন নকীব সম্পাদক জিয়াউল আশরাফ

স্টাফ রিপোর্টার ।। 

জাতীয় শিশু–কিশোর পত্রিকা মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ নকীব পদক–২০২৫ পেয়েছেন। শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সীরাত কার্নিভালে তার হাতে এ বছরের নকীব পদক তুলে দেওয়া হয়। এ বছর মোট তিনজন সাহিত্যস্রষ্টা এই মর্যাদাপূর্ণ পদকে সম্মানিত হয়েছেন।

এ ছাড়া কবি, তাত্ত্বিক ও গবেষক মুসা আল হাফিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানীও এ বছরের নকীব পদক পেয়েছেন।

শুক্রবার বিকেলে নকীবের উদ্যোগে আয়োজিত এই আসরে জানানো হয়, শিশু–কিশোর সাহিত্যে অবদান, মৌলিক সাহিত্যচর্চা ও শিশুদের নিয়ে ইতিবাচক কাজের জন্যই এ পদক প্রদান করা হয়। নকীব গত কয়েক বছর ধরে এ সাহিত্য পদক ধারাবাহিকভাবে দিয়ে আসছে।

অনুষ্ঠানে নকীব কর্তৃপক্ষ জানায়, শিশুদের জন্য দীর্ঘ দুই দশকের সাহিত্য উদ্যোগ, সীরাত শিশু সাহিত্য প্রতিযোগিতা আয়োজন, নকীব একাডেমির সূচনা এবং নিয়মিত সাহিত্যচর্চার কর্মকাণ্ড এ পুরস্কারের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net