স্টাফ রিপোর্টার ।।
জাতীয় শিশু–কিশোর পত্রিকা মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ নকীব পদক–২০২৫ পেয়েছেন। শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সীরাত কার্নিভালে তার হাতে এ বছরের নকীব পদক তুলে দেওয়া হয়। এ বছর মোট তিনজন সাহিত্যস্রষ্টা এই মর্যাদাপূর্ণ পদকে সম্মানিত হয়েছেন।
এ ছাড়া কবি, তাত্ত্বিক ও গবেষক মুসা আল হাফিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানীও এ বছরের নকীব পদক পেয়েছেন।
শুক্রবার বিকেলে নকীবের উদ্যোগে আয়োজিত এই আসরে জানানো হয়, শিশু–কিশোর সাহিত্যে অবদান, মৌলিক সাহিত্যচর্চা ও শিশুদের নিয়ে ইতিবাচক কাজের জন্যই এ পদক প্রদান করা হয়। নকীব গত কয়েক বছর ধরে এ সাহিত্য পদক ধারাবাহিকভাবে দিয়ে আসছে।
অনুষ্ঠানে নকীব কর্তৃপক্ষ জানায়, শিশুদের জন্য দীর্ঘ দুই দশকের সাহিত্য উদ্যোগ, সীরাত শিশু সাহিত্য প্রতিযোগিতা আয়োজন, নকীব একাডেমির সূচনা এবং নিয়মিত সাহিত্যচর্চার কর্মকাণ্ড এ পুরস্কারের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।