শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে

তবে সিংহটি চিড়িয়াখানার ভেতরেই আছে এবং খাঁচার পাশেই এক কোণে অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন তিনি।

by ঢাকাবার্তা
ঢাকা জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা ছেড়ে বেরিয়ে আসে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। তবে সিংহটি চিড়িয়াখানার ভেতরেই আছে এবং খাঁচার পাশেই এক কোণে অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন তিনি। এর চলাফেরা নজরদারিতে রাখা হয়েছে এবং নিরাপদে ধরার চেষ্টা চলছে।

পরিচালক বলেন, “সিংহ হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। তার গতিবিধি লক্ষ্য করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানার ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, তাদের টিম অবশ করার অস্ত্র প্রস্তুত রেখেছে, সুযোগ পেলেই সিংহটিকে নিয়ন্ত্রণে নেওয়ার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন।

সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো সে বিষয়ে পরিচালক ধারণা দেন, “সম্ভবত তালা দেয়া হয়নি। কারণ গ্রিল ভাঙা বা খোলা পাওয়া যায়নি। দরজা খুলে বের হওয়ার সম্ভাবনাই বেশি।” ঘটনায় রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। বেরিয়ে যাওয়া সিংহটি খাঁচার কাছাকাছি থাকায় প্রাণী ও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net