স্পেসটেটর ।।
নয় মাসের দীর্ঘ অভিযানের শেষে নিরাপদে পৃথিবীতে ফেরা নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসকে ঘিরে সাঁতার কাটতে দেখা যায় ডলফিনের একটি দল। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার সন্ধ্যায় স্পেসএক্স ক্যাপসুলে করে মেক্সিকো উপসাগরে তারা সফলভাবে অবতরণ করেন। অবতরণের কিছুক্ষণের মধ্যেই ক্যাপসুল থেকে বেরিয়ে ক্যামেরার সামনে হাত নাড়েন দুই নভোচারী। পরে রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য তাদের নিয়ে যাওয়া হয়।
স্প্ল্যাশডাউনের পরপরই নাসার জনসন স্পেস সেন্টার এক্স-এ (পূর্বের টুইটার) পোস্ট করে: “অপ্রত্যাশিত স্বাগত দল! ক্যাপসুল অবতরণের পর ক্রু-৯ কে চমকে দিল ডলফিনের দল।”

বুচ উইলমোর
উইলমোর ও উইলিয়ামসের এই মিশন শুরু হয়েছিল গত বছরের জুনে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে। মাত্র এক সপ্তাহ থাকার কথা থাকলেও বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েন। পরে তাদের ফেরাতে স্পেসএক্সের ব্যবহৃত ক্যাপসুল পাঠানো হয়। বিভিন্ন সমস্যার কারণে ফেরার তারিখ আরও কয়েকবার পেছানো হয়। শেষ পর্যন্ত তারা ২৮৬ দিন মহাকাশে অবস্থান করেন, ৪,৫৭৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন এবং ১২ কোটি ১০ লাখ মাইল পথ অতিক্রম করেন।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে দ্রুত ফেরানোর আহ্বান জানান। এতে ফেরার সময়সূচিতে পরিবর্তন আসে।

সুনিতা উইলিয়ামস
ডলফিনদের ঘিরে বিভিন্ন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে যায়। সিএনএনের উপস্থাপক জেক ট্যাপার বলেন, “মাদার আর্থ যেন ডলফিন দিয়ে স্বাগত জানানোর পার্টি পাঠিয়েছে।” অপরদিকে কনজারভেটিভ সম্প্রচারক নিক সোর্ডর এক্স-এ লেখেন, “স্পেসএক্স ড্রাগনের চারপাশে ডলফিনদের দল—সৃষ্টিকর্তার আশীর্বাদ আর ‘গাল্ফ অব আমেরিকা’র সৌন্দর্য।”
এমনকি ইলন মাস্কও একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “ডলফিনের দল নভোচারীদের স্বাগত জানাতে এসেছে।”
নভোচারীরা প্রথমে স্পেসএক্সের উদ্ধার জাহাজ থেকে নামবেন এবং পরে হিউস্টনে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হবেন। পুনরায় মাধ্যাকর্ষণে মানিয়ে নিতে তাদের কিছুদিন চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।