শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

by ঢাকাবার্তা
বেনজীর আহমেদ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

টবাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর জানান, চলতি এপ্রিল মাসেই রেড নোটিশটি জারি করা হয়েছে। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য এখনও ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় প্রকাশিত হয়নি।

পুলিশ সদর দপ্তরের এক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়। এদের মধ্যে বেনজীর আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ মূলত আর্থিক অপরাধ সংশ্লিষ্ট। অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য-উপাত্ত আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সূত্র আরও জানায়, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে তিন ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net