ডেস্ক রিপোর্ট ।।
ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন নারী ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন।
৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে ভক্তদের ভিড়ে ৩২ বছর বয়সী এক নারী মারা যান। এ ঘটনায় তার পরিবার আল্লু অর্জুন, থিয়েটার কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, ভিড় সামলানোর ব্যর্থতায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন মৃত নারীর ১৬ বছর বয়সী সন্তান। ঘটনার সময় আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করছিলেন। পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে হাজার হাজার ভক্ত উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আল্লু অর্জুনের আইনজীবীরা এ মামলার আইনি জটিলতা কাটাতে কাজ করছেন। থিয়েটারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের গ্রেফতার ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।