রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা: হংকংকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

by ঢাকাবার্তা
ফিফটি করে ম্যাচ সেরা লিটন দাস

ডেস্ক রিপোর্ট ।। 

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। ১৪৪ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখেই পূর্ণ করেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে হংকং তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। জিশান আলী ৩০ ও অধিনায়ক ইয়াসিম মুর্তজা করেন ২৮ রান। বাংলাদেশের তিন পেসার—তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন—প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুটা ঝড়ো হলেও দ্রুত দুই ওপেনার ফিরে যান। পারভেজ হোসেন ১৯ ও তানজিদ হাসান ১৪ রান করে আউট হলে চাপ বাড়ে বাংলাদেশের ওপর। তবে অধিনায়ক লিটন দাস ও তরুণ তাওহিদ হৃদয় গড়েন ৯৫ রানের দুর্দান্ত জুটি। এতে ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের পক্ষে। লিটন দাস ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে আউট হন। অন্যপ্রান্তে অপরাজিত থেকে যান হৃদয়, ৩৬ বলে ৩৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এই ইনিংসে লিটন গড়েছেন নতুন রেকর্ডও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তিনি। ইয়াসিম মুর্তজাকে ছক্কা মেরে ৭৮ ছক্কার মালিক হয়েছেন লিটন, পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহকে (৭৭)। ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এই জয়ের মধ্য দিয়ে আবুধাবিতে নিজেদের প্রথম টি–টোয়েন্টি জয় পেল বাংলাদেশ। অন্যদিকে এশিয়া কাপে টানা হারের বৃত্ত থেকে বেরোতে পারল না হংকং।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


সংক্ষিপ্ত স্কোর
হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (নিজাকাত ৪২, জিশান ৩০, মুর্তজা ২৮; তানজিম ২/২১, রিশাদ ২/৩১, তাসকিন ২/৩৮)
বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩ (লিটন ৫৯, হৃদয় ৩৫*, পারভেজ ১৯, তানজিদ ১৪; আতিক ২/১৪)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net