স্টাফ রিপোর্টার ।।
আওয়ামী লীগকে বিদেশি ‘প্রতিস্থাপিত শক্তি’ আখ্যা দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘দিল্লিতে সুতা ধরা আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।’
শুক্রবার রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়; বরং এটি বিদেশ থেকে চাপানো। তিনি জানান, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়। তাঁর ভাষায়, ‘আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয় পেয়েছি। এই জয় রাজপথের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল। ঐক্য না থাকলে ও রাজনৈতিক লড়াই না চললে তারা আবার ফিরবে।’
নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, ডিসেম্বরে নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচন সময়মতো আয়োজনের কথা নিশ্চিত করেছেন। সময়সীমা নির্ধারিত আছে, এর মধ্যেই নির্বাচন হবে।’
মাহফুজ আলম আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হলে, নাশকতা বন্ধ করলে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো সহযোগিতা করলে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব।