শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশ জড়িত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ভিত্তিহীন বলে মন্তব্য; জাতিসংঘ ও মার্কিন আইনের প্রশ্নেও ব্যাখ্যা

by ঢাকাবার্তা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

স্টাফ রিপোর্টার ।।

ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যা–ই কিছু ঘটুক না কেন, ভারতের গণমাধ্যমে দোষ চাপানোর চেষ্টা থাকে। এসব বিশ্বাসের কোনো কারণ নেই। কোনো বিবেকসম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করবে না।”

গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হন। ভারত সরকার একে নাশকতা বললেও এখনো কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

তবে ভারতের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা এই হামলার সঙ্গে জড়িত এবং তারা বাংলাদেশের মাটি ব্যবহার করছে।

জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘে পাঠানো চিঠি নিয়েও মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “যে কেউ জাতিসংঘে আবেদন করতে পারে। জাতিসংঘ যদি বাংলাদেশকে কিছু জানায়, তখন আমরা তা বিবেচনা করব। এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।”

মার্কিন সিনেটে কণ্ঠভোটে পাস হওয়া ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট’ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে এবং রাখবে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার মুখে পড়বে—এমন আশঙ্কা তিনি দেখছেন না।

বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র “থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫” নামে আইন প্রণয়ন করছে। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে সংশ্লিষ্ট দেশ ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধের মুখে পড়বে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net