ডেস্ক রিপোর্ট ।।
এটা যেন হওয়ারই ছিল। আনসু ফাতি বার্সেলোনা থেকে মৌসুমে ধারে মোনাকোয় যাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল—বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি কাদের হাতে উঠছে? শেষমেশ সেই প্রশ্নের উত্তর মিলেছে।
বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ক্লাবের ১০ নম্বর জার্সিটি তুলে দেওয়া হয়েছে তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে। এর মাধ্যমে ম্যারাডোনা, রিভালদো, রোনালদিনিও, মেসিদের উত্তরসূরি হিসেবে নতুন যুগে পা রাখল ইয়ামাল। একইসঙ্গে ২০৩১ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তির বিষয়টিও এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বার্সা।
ইয়ামালের এই ঐতিহাসিক মুহূর্ত উদ্যাপন করেছে ক্লাবও। স্পেনের রোসাফন্দা এলাকায়, যেখানে ইয়ামাল বড় হয়েছেন, সেই জায়গার পাশেই একটি দেয়ালচিত্র তৈরি করা হয়েছে—‘রোসাফন্দা থেকে বিশ্বের মঞ্চে।’
ছোট ভাইকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ইয়ামাল বলেন, “এই জার্সি পরে শুধু ভালো খেললে হবে না। কেউ কেউ ইতিহাস গড়েছেন, কেউ কেউ আনন্দ পেয়েছেন। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, আমার ইতিহাস আমি নিজেই গড়ব।”

নিজের ১০ নম্বর জার্সি হাতে লামিনে ইয়ামাল
যেদিন ইয়ামাল হাতে পান ১০ নম্বর জার্সি, সেদিনই শুরু হয় অসাধারণ এক বিক্রির ধারা। প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি হয় প্রায় ৭০,০০০ ইউনিট ‘লামিনে ইয়ামাল’ লেখা বার্সার ১০ নম্বর জার্সি।
বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম কিউলম্যানিয়া জানিয়েছে, এমন বিক্রি প্রথম দিনের জন্য আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জার্সি বিক্রির এই সাফল্যে ক্লাবের পণ্য বিক্রির আয়ও এবার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
নাইকি বিশ্বজুড়ে ১৭০টি দেশে ৩০টি প্যালেট পাঠিয়েছে, প্রতিটি প্যালেটে রয়েছে প্রায় ২৩০০টি জার্সি। অর্থাৎ প্রথম দিনেই বাজারে ছড়িয়ে পড়েছে প্রায় ৭০ হাজার জার্সি।
বার্সেলোনা তিন ধরনের অফিশিয়াল জার্সি বিক্রি করছে:
- সাধারণ: €114.99
- মাঝারি মান: €134.99
- প্রিমিয়াম (প্লেয়ার ভার্সন): €184.99
গড় মূল্য €১৪৫ ধরা হলে, শুধু প্রথম দিনেই ইয়ামালের জার্সি বিক্রি থেকে আয় প্রায় ১০ মিলিয়ন ইউরো।
লামিনে ইয়ামাল জানিয়েছেন, তাঁর লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জেতা। ইতিমধ্যেই বার্সার হয়ে খেলেছেন ১০৬ ম্যাচ, করেছেন ২৫ গোল। ইউরো জয়ী স্পেন দলেও রয়েছে তাঁর নাম।
জার্সি পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে ইয়ামাল বলেন, “মেসির সবকিছুই নেওয়ার চেষ্টা করব। রোনালদিনিও, ম্যারাডোনার কাছ থেকেও শিখব। আশা করি, তাঁদের লিগ্যাসি ধরে রাখতে পারব।”
পাশাপাশি সাম্প্রতিক একটি বিতর্ক নিয়েও কথা উঠেছে। নিজের ১৮তম জন্মদিনে ‘বিনোদনের জন্য’ বামন মানুষদের পার্টিতে ডেকে সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই নিয়ে স্পেনের সমাজ অধিকার মন্ত্রণালয় তদন্ত চেয়েছে।
তবে এসব পাশ কাটিয়ে বার্সা সমর্থকরা এখন ইয়ামালের নতুন জার্সির সঙ্গেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। এই মুহূর্তে পুরো বার্সেলোনায়, এমনকি বিশ্বজুড়েই চলছে একটাই নাম—‘লামিনেম্যানিয়া’।