সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

বার্সার শিরোপা উল্লাস, রেফারি বিতর্কে উত্তাল এল ক্লাসিকো ফাইনাল

মাঠের বাইরে উত্তেজনা: সংঘর্ষ, গুজব

by ঢাকাবার্তা
জুলস কুন্দে

ডেস্ক রিপোর্ট ।।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফাইনাল ম্যাচের আগেই শুরু হয় উত্তেজনা। সেভিয়ার প্লাজা নুয়েভায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বার্সা সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াল ও বার্সা সমর্থকদের একজোট হওয়ার গুজবও ছড়ায়। মাঠের লড়াইয়ের আগুন তখনই জ্বলতে শুরু করে।

প্রথমার্ধের ২৮ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন পেদ্রি। ডান প্রান্তে ইয়ামালের দুর্দান্ত পাস থেকে মাঝমাঠ থেকে দৌড়ে এসে দুর্দান্ত ফিনিশিং করেন তিনি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে।

বিরতির পর ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ফ্রি কিক থেকে সমতা ফেরায় রিয়াল। এরপর ৭৭ মিনিটে কর্নার থেকে হেডে চুয়ামেনি গোল করে রিয়ালকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। লা কার্তোহা স্টেডিয়ামের সাদা গ্যালারি তখন উল্লাসে ভাসছিল।

 জুলস কুন্দে

জুলস কুন্দে

৮৪ মিনিটে বার্সার ফেরান তোরেস লামিনে ইয়ামালের পাস থেকে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত ফিনিশিং করে ২-২ সমতা ফেরান। গোলের পর বার্সা সমর্থকদের গ্যালারি এবং বেঞ্চে আনন্দের বিস্ফোরণ হয়।

নির্ধারিত সময়ের শেষে ২-২ সমতায় গড়ালে খেলা যায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটে লুকা মদরিচের ঢিলেঢালা পাস কুড়িয়ে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোল করেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

১২৩ মিনিটে ফ্রি কিক না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে তেড়ে যান রিয়ালের আন্তনিও রুডিগার। সতীর্থরা টেনে ধরলেও তাঁকে লাল কার্ড দেখান রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। এরপর বেঞ্চ থেকে কিছু একটা ছোড়া হয় রেফারির দিকে, যার জন্য পরে লুকাস ভাসকেজকেও লাল কার্ড দেখান রেফারি। কার ছোড়া তা স্পষ্ট হয়নি।

 জুলস কুন্দে

জুলস কুন্দে

রেফারির আগের মন্তব্য নিয়ে রিয়াল সমর্থকরা আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। ম্যাচ চলাকালে রাফিনিয়াকে পেনাল্টি না দিয়ে উল্টো হলুদ কার্ড দেখানো হয়, ভিএআরে সিদ্ধান্ত বাতিল হয়। রেফারির এই সিদ্ধান্ত ঘিরেই ম্যাচ শেষে সমালোচনা চরমে পৌঁছায়।

শেষ বাঁশির পর বার্সা ৩-২ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে। এরপর রানার্সআপ রিয়াল খেলোয়াড়দের গার্ড অব অনার দিয়ে সম্মান জানান বার্সা খেলোয়াড়রা। মৌসুমে তৃতীয়বার রিয়ালকে হারানোর উল্লাসে মেতে ওঠে বার্সা।

এ মৌসুমে তিনবার ক্লাসিকো জয়ে বার্সা মোট ১২ গোল করেছে রিয়ালের বিপক্ষে। অক্টোবরে লিগে ৪-০, জানুয়ারিতে সুপার কাপে ৫-২ এবং এবার কোপা দেল রে ফাইনালে ৩-২ জয় তুলে নেয় তারা। ১৯৯০ সালের পর কোপা দেল রে ফাইনালে রিয়ালের বিপক্ষে বার্সার প্রথম জয় এটি।

 জুলস কুন্দে

জুলস কুন্দে

প্রথমার্ধে রিয়াল ছিল নিষ্প্রভ। সাতটি শটের মধ্যে কেবল একটি ছিল পোস্টে। এমবাপ্পে নামার পর দ্বিতীয়ার্ধে তারা পোস্টে সাতটি শট নেয়। তবে বার্সাও দুর্ভাগা ছিল; তাদের একটি কর্নার সরাসরি পোস্টে লেগে বেরিয়ে যায়।

ম্যাচের ৮ মিনিটেই রিয়ালের ডিফেন্ডার ফারলাঁ মেন্দি চোট পেয়ে মাঠ ছাড়লে তার বদলি ফ্রান গার্সিয়া প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে, যা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলে।

বার্সা কোচ হিসেবে হান্সি ফ্লিকের এটি প্রথম বড় শিরোপা জয়। বিপরীতে, আনচেলত্তির রিয়াল এবার লা লিগা টেবিলে পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়নস লিগ থেকেও আগেই বিদায় নেওয়া রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net