শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বিপুর বাগানবাড়ি গুঁড়িয়ে দেড় একর জমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ

by ঢাকাবার্তা
নসরুল হামিদ বিপু ও তার অবৈধ বাগানবাড়ি

স্টাফ রিপোর্টার ।।

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে তৈরি করা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অবৈধ বাগানবাড়ি উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকালেই দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের প্রথম দিনে বাগানবাড়ির তিনটি দোতলা ভবন ও একটি ডকইয়ার্ডের প্রায় ২০০ ফুট সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়। অভিযান থেকে দেড় একর জমি উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সরকার ইতোমধ্যে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদের সীমানা নির্ধারণ করে ৮০ কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে এসব নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, “গত বছরের ৫ আগস্টের পর নানা কারণে অভিযান বন্ধ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় অভিযান চালানো হচ্ছে। দখলদার যত প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আগামীকাল কাউটাইল ও দোলেশ্বর এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের উপপরিচালক আবু সালেহ এহতেশাম, ভৈরব নদীবন্দরের উপপরিচালক নুর হোসেন এবং মেঘনা নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম অংশ নেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net