শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি।

by ঢাকাবার্তা
জিয়াউর রহমান ও বিএনপি। গ্রাফিক, হামীম কেফায়েত

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রাণ ফিরে পায় দলটি। সংশ্লিষ্টদের মতে, সাড়ে চার দশকের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। তবে গত দেড় যুগ রাজপথে কাটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত ছিল। অবশেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ প্রবেশ করেছে নতুন রাজনৈতিক অধ্যায়ে। আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে দাঁড়ানোয় বিএনপির সামনে অবারিত সুযোগ এসেছে নিজেদের নতুনভাবে জনগণের সামনে উপস্থাপনের।

খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

চারবার রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপি সাতচল্লিশে পা রাখছে এমন এক সময়ে, যখন দীর্ঘ অমানিশা কাটিয়ে আবারও ক্ষমতা হাতছানি দিচ্ছে। তবে গণঅভ্যুত্থানোত্তর বাস্তবতায় দলের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ সংসদ নির্বাচন আদায় করা এখন মুখ্য চ্যালেঞ্জ। পাশাপাশি দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, তরুণ ভোটারদের আস্থায় আনা এবং ঘোষিত ‘জুলাই সনদ’ কার্যকর করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পরবর্তী নানা ঘটনার ধারাবাহিকতায় রাষ্ট্রক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন তিনি।

জোবাইদাকে বিদায় জানাচ্ছেন স্বামী ও কন্যা

তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ফাইল ফটো

এরপর নানা উত্থান–পতনের মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বের দায়িত্ব নেন তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তাঁর দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বে বিএনপি এগিয়ে যায় দুর্বার গতিতে। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষে ১৯৯১ সালের নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও ক্ষমতায় যায় দলটি। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে রোববার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। একইসঙ্গে সারাদেশে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি, ৪ সেপ্টেম্বর মহানগর ও জেলা–উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান হবে। ৫ সেপ্টেম্বর ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করেছে বিএনপি।

বিএনপি

বিএনপির পতাকা। গ্রাফিক, গালা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্য নিয়েই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।

তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার অব্যবহিত পর চিরস্থায়ী ক্ষমতা লাভের জন্য একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে। দুর্ভিক্ষ, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডে দেশকে নিমজ্জিত করে। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করেন এবং নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন।

অন্য এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করেছিলেন। তিনি খালেদা জিয়াকে ‘অদম্য সাহসের প্রতীক’ আখ্যায়িত করে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে আত্মদানকারী সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net