গোপালগঞ্জ প্রতিনিধি ।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে গোপালগঞ্জে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। একই দিনে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আহত তিন পুলিশ সদস্য হলেন—গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার এবং মিনহাজ। এ ঘটনায় পুলিশ এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি কারা জড়িত। তবে, গোপালগঞ্জের ইউএনও এম রকিবুল হাসান বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমার গাড়িবহর ও এনসিপির শোভাযাত্রার ওপর হামলা চালিয়েছে।” তিনি আরও জানান, এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে ঢোকার আগেই পদযাত্রা বানচাল করতে হামলাগুলো চালানো হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কারা ঘটনার সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে।” এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে ছয় শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পাশাপাশি মাঠে রয়েছে সেনাসদস্যরাও।
আজ সকাল ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা। সেখানে বক্তব্য দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় মুখপাত্র নাসীরুদ্দীন পাটোয়ারী, নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ। স্থানীয় নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে অন্তত ১০ হাজার লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ চালিয়ে যাচ্ছে দলটি। এরই অংশ হিসেবে আজকের গোপালগঞ্জের কর্মসূচিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। তবে, এনসিপি দাবি করেছে, তাদের পদযাত্রা বানচাল করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।