শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

by ঢাকাবার্তা
ঢাকায় ইসহাক দারকে ফুল দিয়ে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এটি ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। এর আগে ২০১২ সালের নভেম্বরে হিনা রব্বানী খার শেষবার ঢাকায় সরকারি সফরে আসেন।

শনিবার রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি থেকে ইসহাক দারের যাত্রার সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে ‘বাংলাদেশে ঐতিহাসিক সফর’ বলে উল্লেখ করে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল খানসহ দুই দেশের কূটনীতিকরা।

ইসহাক দারের ঢাকায় অবতরণ

ইসহাক দারের ঢাকায় অবতরণ

সফরকালে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্যবিষয়ক উপদেষ্টা এসকে বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।

পাক হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে ইসহাক দারের করমর্দন

পাক হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে ইসহাক দারের করমর্দন

গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ঢাকা–ইসলামাবাদ সম্পর্কে নতুন উষ্ণতা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ১৫ বছর পর ঢাকায় সফর করেন। এরপর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ঢাকা সফর করেন, যেখানে দুই দেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা–মুক্ত ভ্রমণের বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net