মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

ফ্যাসিবাদের শেকড় গভীরে ছড়িয়ে আছে : আসিফ নজরুল

by ঢাকাবার্তা
ড. আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার ।। 

ফ্যাসিবাদের শেকড় গভীরে ছড়িয়ে আছে,  ১৫ বছরের শাসন একাধিক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয়, এমনকি কমিশনের জন্যও এটি চ্যালেঞ্জিং। তিনি বলেছেন,  গুম ও অপহরণের সাথে জড়িতদের বিচার করা কঠিন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল (Asif Nazrul)।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্সের (AFAD) অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, “গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে আমরা বিবেচনা করছি। আইন প্রণয়ন করা হবে, যেখানে আইনি সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। পুনর্বাসনের বিষয়টি থাকবে। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, তবে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।”

অনুষ্ঠানটি আয়োজন করে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসএপিরেন্স (এএফএডি)। দুই দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী এই অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net