স্টাফ রিপোর্টার ।।
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টায়। টিকিট বিক্রির প্রথম ৯ মিনিটের মধ্যেই পশ্চিমাঞ্চলের বেশিরভাগ টিকিট শেষ হয়ে গেছে।
টিকিট বিক্রি সম্পূর্ণ অনলাইনে হওয়ায় প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ১৫,৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়ে। সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট আর অবশিষ্ট নেই। তবে পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের কিছু টিকিট তখনো পাওয়া যাচ্ছিল।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এসব ট্রেনে প্রায় ১৭ হাজার টিকিট থাকলেও, মাত্র ৮-৯ মিনিটের মধ্যে তা শেষ হয়ে যায়। তিনি জানান, যাত্রীদের বিপুল চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা অনেক কম, ফলে সবাই টিকিট পাচ্ছেন না।
এদিকে, আজ শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে। স্টেশন ম্যানেজার জানান, এখন পর্যন্ত টিকিট কেনায় কোনো সমস্যা দেখা যায়নি এবং কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।