শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন পিএসজির উসমান দেম্বেলে

ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা ছিল দেম্বেলে আর বার্সেলোনার তরুণ লামিনে ইয়ামালের মধ্যে।

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।।

উসমান দেম্বেলে প্রথমবারের মতো জিতলেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, ব্যালন ডি’অর। তবে বিজয়ের মুহূর্তে হাসির চেয়ে কান্নাতেই ভেঙে পড়লেন ফরাসি তারকা। মঞ্চে উঠে হাতে ট্রফি নেওয়ার পর সবার আগে মাকে ধন্যবাদ জানিয়ে দেম্বেলে বললেন, “আমরা একসঙ্গে এটা করেছি।” এরপর আর আবেগ ধরে রাখতে পারেননি, চোখ ভিজে ওঠে তাঁর।

ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা ছিল দেম্বেলে আর বার্সেলোনার তরুণ লামিনে ইয়ামালের মধ্যে। ঘোষণার দায়িত্বে ছিলেন কিংবদন্তি রোনালদিনিও। তাঁর মুখ থেকে নাম ঘোষণার আগেই প্যারিসের দর্শকেরা জানতেন, দেম্বেলেই সেরা। ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্টে পিএসজিকে এনে দিয়েছেন ঐতিহাসিক ‘ট্রেবল’, বিশেষ করে ইউরোপসেরার মঞ্চে ৮ গোল।

অন্যদিকে ইয়ামালও খালি হাতে ফেরেননি। ২১ বছরের কম বয়সীদের জন্য দেওয়া কোপা ট্রফি উঠেছে তাঁর হাতে। নারী বিভাগে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। এর মধ্য দিয়ে পুরুষ ও নারী মিলিয়ে রেকর্ড ১৭ বার বার্সেলোনার ফুটবলাররা জিতল এ পুরস্কার।

ফরাসি ফুটবলে নতুন ইতিহাসও লিখলেন দেম্বেলে। রেমন্ড কোপা, প্লাতিনি, জিদান ও বেনজেমাদের পর ষষ্ঠ ফরাসি হিসেবে উঠলেন এই আসনে। ব্যালন ডি’অরের পাশাপাশি রাতে আরও বিতরণ করা হয় ইয়াসিন ট্রফি, ইয়োহান ক্রুইফ ট্রফি, জার্ড মুলার ট্রফি ও সক্রেটিস অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা।

এক নজরে বিজয়ীরা:

  • ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
  • ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
  • ইয়াসিন ট্রফি: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পুরুষ), হান্না হাম্পটন (নারী)
  • ইয়োহান ক্রুইফ ট্রফি: লুইস এনরিকে (পুরুষ), সারিনা ভিগমান (নারী)
  • কোপা ট্রফি: লামিনে ইয়ামাল (পুরুষ), ভিকি লোপেজ (নারী)
  • জার্ড মুলার ট্রফি: ভিক্টর ইয়োরকেরেস (পুরুষ), এয়া পাজোর (নারী)
  • সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন

চোখের জলে ভিজে ওঠা ট্রফিটাই হয়তো দেম্বেলের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত হয়ে থাকবে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net