রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিতর্কিত বিদেশ যাত্রা, ফিরলেন মধ্যরাতে

by ঢাকাবার্তা
আবদুল হামিদ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

বিভিন্ন মামলা ও সমালোচনার মধ্যে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (৮ জুন) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। রাত ৩টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন। ইমিগ্রেশন পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, তাকে হুইলচেয়ারে করে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

তবে তাঁর বিদেশ যাত্রা ঘিরে আগে থেকেই শুরু হয় সমালোচনা ও প্রশাসনিক ব্যবস্থা। গত ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। সে সময় মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে সাধারণ যাত্রীর মতোই তিনি ইমিগ্রেশন অতিক্রম করেন। অথচ তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলায় তাঁর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদসহ আরও ১২৪ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র–জনতার আন্দোলনে গুলি চালনার ঘটনায় তাঁরা দায়ী।

দেশত্যাগের ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে সরিয়ে দেওয়া হয় এবং সহকারী উপপরিদর্শক মো. সোলায়মান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি তদন্তে অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর।

এদিকে আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির দাবিতে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ অভিযোগ করে, প্রশাসনের উচ্চপর্যায় থেকে মদদ না থাকলে এমন অভিযুক্ত কেউ গোপনে বিদেশ যেতে পারেন না। গণ অধিকার পরিষদ ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলে, তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছে।

তবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, আবদুল হামিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি স্বাস্থ্যগত কারণে বিদেশে গিয়েছিলেন এবং নির্ধারিত সময়েই দেশে ফিরেছেন। বর্তমানে তিনি কোনো সরকারি দায়িত্বে নেই।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net