ডেস্ক রিপোর্ট ।।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত একটি স্কোর গড়ে। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩২১ রান। এটি ২০২৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশের ৩০০ রান ছাড়ানো ইনিংস।
স্কোরগুলো এক নজরে
- মাহমুদউল্লাহ রিয়াদ: ৬৩ বলে ৮৪ রান (অপরাজিত)
- জাকের আলী অনিক: ৫৭ বলে ৬২ রান (অপরাজিত)
- মেহেদী হাসান মিরাজ: ৭৩ বলে ৭৭ রান
- সৌম্য সরকার: ৭৩ বলে ৭৩ রান
মাহমুদউল্লাহ এবং জাকের আলীর ৬ষ্ঠ উইকেট জুটিতে আসে ১৫০ রান, যা এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহও।
সেন্ট কিটসের ইতিহাসে রেকর্ড
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এখন পর্যন্ত কোনো দলই ৩০০ রানের বেশি তাড়া করে জেতেনি। এর আগে এই মাঠে সর্বোচ্চ ২৯৪ রান তাড়া করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এই সিরিজের প্রথম ম্যাচে।
সিরিজে বাংলাদেশের ব্যর্থতা
ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে। এর মধ্য দিয়ে ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনো সিরিজ হারল বাংলাদেশ। ফলে এই ম্যাচে হারলে টাইগাররা হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে।
অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও দলের জন্য জয় আনতে পারার শঙ্কায় রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার দেখার বিষয়, বোলাররা কীভাবে এই বড় সংগ্রহকে রক্ষা করেন।