রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

জাতীয় স্টেডিয়ামে দারুণ প্রত্যাবর্তন, হামজা-সোহেলের গোলে বাংলাদেশের জয়

by ঢাকাবার্তা
হামজার এই হেডেই এগিয়ে যায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ।।

দীর্ঘদিন পর রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর সেই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে হামজা চৌধুরী ও সোহেল রানার জোড়া গোলে ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামেন ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিটেই ডান প্রান্ত থেকে জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কিকে হেড করে গোলের সূচনা করেন হামজা। জাতীয় দলের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পেয়ে যান তিনি।

বাংলাদেশের রক্ষণ সামলে মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখেছিলেন জামাল ও হামজার জুটি। তবে প্রথমার্ধে আর কোনো গোল না আসায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বেশ কয়েকটি পরিবর্তন আনেন। উঠে যান জামাল, হামজা ও কাজেম শাহ। মাঠে আসেন হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম। এর কিছুক্ষণের মধ্যেই সিনিয়র ফুটবলার সোহেল রানা দূরপাল্লার এক অসাধারণ শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচে একাধিক সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি বাংলাদেশ। রাকিব হোসেন খালি পোস্টে বল না রাখতে পেরে হাতছাড়া করেন নিশ্চিত গোল। অন্যদিকে ম্যাচের শেষদিকে ইনজুরিতে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার সাদউদ্দিন। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি, আর বদলির সুযোগ ফুরিয়ে যাওয়ায় শেষ সময়টা ১০ জন নিয়েই খেলতে হয় বাংলাদেশকে।

শেষ মুহূর্তে ভুটান গোল করার সুযোগ পেলেও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার দুর্দান্ত সেভে রক্ষা পায় লাল-সবুজ শিবির।

মাঠে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স থাকলেও মাঠের বাইরের চিত্র ছিল ভিন্ন। টিকিট থাকা সত্ত্বেও অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি। হ্যান্ডবল স্টেডিয়ামের পাশের একটি গেট ভেঙে ঢোকার চেষ্টায় বিশৃঙ্খলা তৈরি হয়। নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে।

তবে সব কিছু ছাপিয়ে, জাতীয় স্টেডিয়ামে ফেরা যেন এক নতুন স্বপ্নের শুরু। হামজা চৌধুরীর নিখুঁত হেড আর সোহেল রানার রকেট গতির শট ফুটবলপ্রেমীদের উপহার দিল এক আনন্দঘন সন্ধ্যা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net