ডেস্ক রিপোর্ট ।।
পাকিস্তানি তারকাদের মধ্যে টিভি শো ও পডকাস্টের জন্য পারিশ্রমিক নেওয়ার প্রবণতা বাড়ছে। এবার পডকাস্টে অংশ নেওয়ার জন্য ২০ লাখ রুপি পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রী হানিয়া আমির, জানিয়েছেন পাকিস্তানি পডকাস্টার আদনান ফয়সাল।
তিনি জানান, তাঁর পডকাস্টে কোনো অতিথিকে পারিশ্রমিক দেওয়া হয় না। সে কারণে হানিয়া আমিরকে আমন্ত্রণ জানানো হয়নি।
আদনান ফয়সাল বলেন, হানিয়াকে শীর্ষ তারকাদের একজন মনে করলেও এত বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে তাঁকে আনার পরিকল্পনা তাঁর নেই।
‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় রয়েছেন হানিয়া আমির। ফাহাদ মুস্তাফার সঙ্গে তাঁর অভিনীত এই ধারাবাহিক পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে।