খেলা ডেস্ক ।।
বাংলাদেশ আর এক ধাপ এগিয়ে থেকেও শেষমেশ হোঁচট খেল সুপার ওভারে। ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ রান তুলতে পেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটে শুরুটা ছিল আশাব্যঞ্জক, কিন্তু শেষ দিকে ব্যর্থতার দায়ে এক রানে হেরে যায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজকে ১০ রানে আটকে রেখে টাই নিশ্চিত করেছিল বাংলাদেশ, কিন্তু শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের দেওয়া বাউন্ডারিই গেম ঘুরিয়ে দেয়। হোপের কানায় লেগে আসা সেই বাউন্ডারিতে ক্যারিবীয়রা ফিরিয়ে নেয় সিরিজের নিয়ন্ত্রণ।
এর আগে ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস দাঁড়িয়েছিল স্পিনের জালে ধুঁকে ধুঁকে। পুরো ৫০ ওভার স্পিন বোলিংয়ের মুখোমুখি হয়ে ৭ উইকেটে ২১৩ রান তোলে দলটি। ওপেনার সৌম্য সরকার করেন ৪৫, আর ইনিংসের শেষ দিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ইনিংস দলকে দুই শ ছাড়িয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুড়াকেশ মোতি নেন ৩ উইকেট, তবে ম্যাচের সেরা বোলিং করেন অ্যালিক অ্যাথানেজ—১০ ওভারে দেন মাত্র ১৪ রান।
জবাবে ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোপ ও গ্রিভসের জুটি লড়াই জমিয়ে তুললেও শেষ দিকে মিরাজের সরাসরি থ্রো ও রিশাদের ঘূর্ণি ম্যাচকে সমতায় নিয়ে আসে। কিন্তু ভাগ্য এবার হাসেনি লাল-সবুজ শিবিরে। এক রানের হারে সিরিজ এখন ১-১ সমতায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ (সৌম্য ৪৫, রিশাদ ৩৯*, মোতি ৩/৬৫)
ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ২১৩/৯ (হোপ ৫২, গ্রিভস ২৬, রিশাদ ৩/৩০, নাসুম ২/৩৬)
সুপার ওভার: ওয়েস্ট ইন্ডিজ ১১/০, বাংলাদেশ ১০/১
ফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১ রানে (সুপার ওভারে)
সিরিজ: ১–১ সমতা