শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

by ঢাকাবার্তা
খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় গুলশানের চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। এসময় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। পরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইমরান হায়দার উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ইসহাক দার। এক যুগেরও বেশি সময় পর এটি ছিল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরের প্রথম দিন তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আসা এ সফরকে দুই দেশের কূটনৈতিক মহল ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে। বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ

ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্যবিষয়ক উপদেষ্টা এসকে বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালের নভেম্বরে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার সরকারি সফরে ঢাকা এসেছিলেন। এরপর এই প্রথমবারের মতো পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন।

ইতিহাসে খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্কও উল্লেখযোগ্য। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯২, ১৯৯৫, ২০০৪ ও ২০০৬ সালে পাকিস্তান সফর করেছিলেন। ২০০৪ সালে ইসলামাবাদে সার্ক সামিটে যোগ দিতে গিয়ে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net