মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

by ঢাকাবার্তা
মন্ত্রণালয়ে হাসান আরিফ, ১৮ ডিসেম্বর তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।। 

আজ শুক্রবার বেলা ৩টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসান আরিফের একান্ত সচিব মো. নাছির উদ্দিন জানান, ল্যাবএইড হাসপাতালে বেলা ৩টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

জীবনী ও পেশাগত জীবন

হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। ১৯৭০ সাল থেকে তিনি আইন পেশায় যুক্ত ছিলেন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

হাসান আরিফ তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে। পরে ১৯৭০ সালে ঢাকায় ফিরে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা

গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান তিনি। পরে তাঁকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যান্য দায়িত্ব

আইন উপদেষ্টা হিসেবে তিনি সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।

তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রয়াণে আইন ও প্রশাসনিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হলো।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net