স্টাফ রিপোর্টার ।।
পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় যাচ্ছেন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ইসহাক দারের আগমনের কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ইসহাক দার ঢাকায় পৌঁছেছেন শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আসা এই সফরটি ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০১২ সালের নভেম্বরে হিনা রব্বানী খার ঢাকায় সরকারি সফরে এসেছিলেন।

ইসলামাবাদে খালেদা জিয়া, এক পাশে অটল বিহারী বাজপেয়ী ও অপর পাশে জাফরুল্লাহ জামালী। ২০০৪ সালের ৬ জানুয়ারি তোলা ছবি।
সফরের সময় ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এসকে বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই সফরে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে।
এই সফরকে কূটনীতিকরা ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন, কারণ এটি দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক উষ্ণতা এবং বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।
সর্বশেষ, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯২, ১৯৯৫, ২০০৪ ও ২০০৬ সালে পাকিস্তান সফর করেছেন। ২০০৪ সালে তিনি ১২তম সাফরেক সামিটে অংশগ্রহণের জন্য পাকিস্তান এসেছিলেন। সেই সফরের সময় তাকে চকলালা বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী শওকত আজিজ, তার স্ত্রী রুখসানা আজিজ ও মন্ত্রী নিলোফর বাখতিয়ার স্বাগত জানান এবং ২১ গুলির সালাম প্রদান করা হয়।