শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ

by ঢাকাবার্তা
খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৫ সালের ৫ জানুয়ারি তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।। 

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও তাঁর শারীরিক অবস্থা আপাতত সেই ধকল নেওয়ার মতো নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা খালেদা জিয়ার নেই। তার অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলেই তাঁকে বিদেশে নেওয়া হবে।

লন্ডন থেকে ঢাকায় ফেরার পর খালেদা জিয়া। ২০১৫ সালের ৬ মে তোলা ছবি।

লন্ডন থেকে ঢাকায় ফেরার পর খালেদা জিয়া। ২০১৫ সালের ৬ মে তোলা ছবি।

৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে রয়েছেন এবং দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। গতকাল রাতে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা বোর্ডে যুক্ত আছেন। গতরাতে আড়াই ঘণ্টার বৈঠকে বোর্ড জানিয়েছে যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। তবে শারীরিক সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, বিদেশে নেওয়ার সম্ভাব্য দেশের সঙ্গে যোগাযোগ, ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়। এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিজয় দিবস উদ্‌যাপন কমিটির কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। তারেক রহমানের ফেসবুক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘এটার ব্যাখ্যা আমার দেওয়ার প্রয়োজন নেই। তিনি নিজেই পোস্ট দিয়েছেন। এটিই তাঁর ভাষ্য।’

মায়ের অসুস্থতার মধ্যে আজ তারেক রহমান ফেসবুকে লিখেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর একার নিয়ন্ত্রণে নেই।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net