স্টাফ রিপোর্টার ।।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতেই গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে হাসপাতালে নেওয়া শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ফিরোজা থেকে খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
এর আগে রাতেই অধ্যাপক জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। এর আগেও নিয়মিতভাবে চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।