শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা আপাতত স্থগিত

১৪ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

by ঢাকাবার্তা
লন্ডন থেকে ঢাকায় ফেরার পর খালেদা জিয়া। ২০১৫ সালের ৬ মে তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।। 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি আপাতত স্থগিত রয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রযুক্তিগত ত্রুটির কারণে আসতে পারেনি, পাশাপাশি বোর্ড মনে করেছে এই মুহূর্তে ফ্লাই করা উপযুক্ত নয়।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি–বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। চিকিৎসা কার্যক্রম তদারকিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সমন্বয় করছেন চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘ভবিষ্যতে মেডিকেল বোর্ড যেদিন উপযুক্ত মনে করবে, সেদিনই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।’

  • খালেদা জিয়ার বিদেশ যাত্রা আপাতত স্থগিত
  • বোর্ড মনে করছে এখন ফ্লাই করা উপযুক্ত নয়
  • কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রযুক্তিগত ত্রুটিতে আসেনি
  • দেশি–বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসায় যুক্ত
  • চিকিৎসা তদারক করছেন তারেক রহমান, সমন্বয়ে ডা. জুবাইদা
  • ৯–১০ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতির পরিকল্পনা
  • শারীরিক অবস্থার উন্নতি হলে যেকোনো সময় নেওয়া হবে বিদেশে
  • গুজব–বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘গুজব বন্ধ করুন, মানুষকে বিভ্রান্ত করবেন না।’ একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে খালেদা জিয়া আগের মতো এবারও আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরবেন।

এদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ নিশ্চিত করেছেন, ৯ ডিসেম্বর বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের প্রস্তুতি চলছে এবং ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে বিমানটি দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার ওপর। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধি, গ্রাউন্ড হ্যান্ডলিং, ফায়ার ইউনিট ও মেডিকেল রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

সাংবাদিকদের ব্রিফ করছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

সাংবাদিকদের ব্রিফ করছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

১৪ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। বোর্ডের সদস্যরা জানান, বিদেশে নেওয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত চাইলে চিকিৎসা ঝুঁকিতে পড়তে পারে, তাই সতর্কভাবে মূল্যায়ন চলছে।

ডা. জাহিদ বলেন, ‘দেশের মানুষ তাঁর সুস্থতা কামনা করছেন। চিকিৎসাই এখন সবচেয়ে বড় প্রাধান্য। বিদেশ নেওয়ার যেকোনো উদ্যোগ শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net